মোবাইলের সূত্র ধরে কঙ্কালের পরিচয় উদঘাটন

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন থেকে উদ্ধার একটি মানব কঙ্কালের পরিচয় মিলেছে।

|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন থেকে উদ্ধার একটি মানব কঙ্কালের পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, কঙ্কালের পাশে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে খোঁজ মিলেছে তার পরিবারের।

শনিবার দুপুরে দড়ি মাছিমপুর গ্রামের সরিষাবাগ থেকে কঙ্কালটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, কঙ্কালটি দেবিদ্বারের জিংলা গ্রামের বাসিন্দা ৬২ বছর বয়সী ছোট্ট মিয়ার। তিনি গত ৮ মার্চ থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা জানান, সরিষাবাগে তেমন লোকজন আসা-যাওয়া করে না। ওই জায়গাটি গাছ-গাছালি ও ঝোপঝাড়ে ঘেরা। শনিবার সকালে স্থানীয় কয়েকজন জমিতে কাজ করতে যাওয়ার পথে কঙ্কালটি দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে তিতাস থানার পুলিশ। এছাড়াও সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম বলেন, ‘উদ্ধার কঙ্কালের সঙ্গে একটি পাঞ্জাবি, পাঞ্জাবির পকেটে টুপি, মাস্ক, কিছু ওষুধ ও একটি বন্ধ মোবাইল ফোন পাওয়া যায়।

তিনি আরও বলেন, ‘লোকটি কীভাবে মারা গেল সেটি এখনও স্পষ্ট নয়।’ ‘উদ্ধারকৃত মোবাইল ফোনের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা কঙ্কালের ময়নাতদন্ত করব। এখন তার আত্মীয় স্বজন থানায় আছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে

সংবাদ সারাদিন