|| সারাবেলা প্রতিনিধি, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল না পেয়ে অভিমানে রায়হান (১৮) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁও নিবাসী ইসমাইল ফকিরের দ্বিতীয় ছেলে। তার বাবা রায়হানের বাবা রাজ মিস্ত্রির সহকারী।
বৃহস্পতিবার সকাল আট টায় নিহতের জানাজা শেষে নাগেরগাঁও সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।