মেহেরপুরে ভূমি ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২য় পর্যায়ে এ আশ্রায়ণ প্রকল্পের উদ্বোধন করা হয়।

|| সারাবেলা প্রতিনিধি, মেহেরপুর ||

মেহেরপুরের গাংনীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দ্বিতীয় পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রম  উদ্বোধন করেছে গাংনী উপজেলা প্রশাসন।

রোববার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা প্রশাসন সভাকক্ষে ছিন্নমূল ও গৃহহীন মানুষের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ কার্যক্রম সরাসরি ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  উদ্বোধণ করেন।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২য় পর্যায়ে এ আশ্রায়ণ প্রকল্পের উদ্বোধন করা হয়। ২ শতাংশ জমির নির্মিত গৃহে থাকবে দুটি প্রসস্থ শোবার ঘর, একটি রান্না ঘর, একটি টয়লেট, একটি প্রসস্থ বারান্দা। প্রত্যাকটি ঘরের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১লক্ষ ৭১ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। ২য় পর্যায়ের মোট ৬২টি ঘরের মধ্যে ২৪টি ঘর প্রদান পূর্বক উদ্বোধন করা হয়। এছাড়া ১৫টি ঘরের কাজ চলমান রয়েছে। মামলার কারনে ২৩ গৃহের নির্মাণ কাজ  স্থগিত রয়েছে।

এ সময় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানমেরর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,  গাংনী  উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহাম্মদ আলী, গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল হক জুয়েলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ সারাদিন