মেহেরপুরের গাংনীর নৃশংস ঘটনায় ৩ আসামীর আত্মসমর্পণ

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামীদের গ্রেফতারের জোরালো দাবি উঠলেও পুলিশ তাদের গ্রেফতার করতে ব্যর্থ হয়। তবে পুলিশের দাবী, তাদের গ্রেফতার তৎপরতার কারণেই আসামীরা আত্মসমর্পণে বাধ্য হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, মেহেরপুর ||
মেহেরপুরের গাংনী বাজারের এসএম প্লাজায় দিনেদুপুরে বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক ও তার ছেলেসহ ৩জনের উপর নৃশংস হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৩ আসামীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার মেহেরপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (প্রথম) আদালত তাদের জামিন আবেদন না মঞ্ছুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামীদের গ্রেফতারের জোরালো দাবি উঠলেও পুলিশ তাদের গ্রেফতার করতে ব্যর্থ হয়। তবে পুলিশের দাবী, তাদের গ্রেফতার তৎপরতার কারণেই আসামীরা আত্মসমর্পণে বাধ্য  হয়েছে।

উল্লেখ্য, গত ২৯শে মে প্রকাশ্য দিবালোকে এস এম প্লাজায় ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সাথী বস্ত্রালয়ের মালিক হেলাল ও তার ভাই বেলাল এবং ভাতিজা সাবরি হোসেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বর্বরোচিত এ হামলার ঘটনায় গাংনী বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভ দেখা দেয়।

আসামীদের গ্রেফতারের জন্য এবং এই হামলার তীব্র নিন্দা জানিয়ে গাংনী বাজারে মানব বন্ধণ করে  ব্যবসায়ীরা। গাংনী থানা পুলিশ আসামীদের গ্রেফতারে ব্যার্থ হয়। তবে সোমবার আসামীরা আত্ম সমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মুন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

সংবাদ সারাদিন