|| সারাবেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) ||
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/06/Image-2021-06-15-a.jpeg?resize=203%2C317&ssl=1)
বিয়ের ৪র্থ দিনের মাথায় মেহেদীর রঙ না মুছতেই খুনের শিকার হতে হলো নববধূ রিতুকে। খুনের সঙ্গে জড়িত সন্দেহে স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ১৫ই জুন সকালে সাভারের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে ওই নববধূর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহত নববধূ আশুলিয়ার খেজুরটেক এলাকার আবুল হোসেনের মেয়ে। সে স্থানীয় আলহাজ্বী জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অপর দিকে নিহতের স্বামী অভিযুক্ত রুবেল আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে।
নিহতের ফুপাতো ভাই নাঈম ইসলাম জানান , শুক্রবার ১১ই জুন রিতুর সাথে রুবেলের বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ মঙ্গলবার সকালে রুবেলের পরিবার থেকে জানানো হয় মিতু অসুস্থ ও হাসপাতালে ভর্তি। এরপরে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে গেলে তার মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে আশুলিয়া থানা পুলিশ খবর দেয়া হয়।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।