|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||
গ্রেফতার হলেন মুন্সীগঞ্জ শহরের ত্রাসখ্যাত শহর যুবলীগ নেতা সাইফুল ইসলাম এলান। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের কোটগাঁও এলাকায থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
তার বাড়ি শহরের মধ্য কোটগাঁও এলাকায়। ৫২ বছর বয়সী এলান মৃত হাজী মো. ফজলুর রহমানের ছেলে।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, আসামি এলানের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে সদর থানায় । এবারেও তার বিরুদ্ধে মুন্সীগঞ্জের সদর থানায় শুক্রবার ৫ই মার্চ দুপুরে আরেকটি মামলা রুজু করা হয়েছে।