|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||
মুন্সীগঞ্জে একটি মোটরসাইকেল, ৩০ বোতল ফেনসিডিল এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ১৫ই জানুয়ারি ভোর রাতে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচরে অভিযান চালিয়ে মো. আতাউর রহমান লিও (৩৩), মোহাম্মদ মিলন (৩২), ও মোহাম্মদ রাজু হসেন রাজিব (৩৪) নামে তিনজনকে আটক করা হয়।
এ সময় ডিবি পুলিশ তাদের তল্লাশি করে মো. আতাউর রহমানের লিওর কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, মোহাম্মদ মিলনের কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট এবং মোহাম্মদ রাজু হোসেন রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পুলিশ বলছে, আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আতাউর রহমান লিও চিহ্নিত আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের অন্যতম হোতা এবং এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। লিও এর আগেও চোরাই মোটরসাইকেল সহ আটক হয়। এদের সবার বিরুদ্ধেই মামলা হয়েছে।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, আটক তিন আসামিকে শুক্রবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।