|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমান খান হত্যার বিচার চান তার পরিবার। এই দাবিতে রোববার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছেন তারা।
সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা বলেন, জমি বিরোধে ২০১৭ সালে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয় মুজিবুর রহমানকে। এঘটনায় একইদিন রাতে ৩জনকে আসামী করে হত্যা মামলা করেন নিহতের ছোট ছেলে আরিফ খান। এরপর সাড়ে ৩বছর পেরিয়ে গেলেও মামলার তেমন অগ্রগতি না থাকায় আসামীদের শাস্তি নিশ্চিত করা যায়নি । বিচার অনুষ্ঠানে দেরি হওয়ায় তৈরি হয়েছে শংকা। দ্রুত বিচারকাজ শেষ করার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
এদিকে, মামলা তুলে নিতে বাদীসহ পরিবারের অন্য সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী রাকিব খান।
সংবাদ সম্মেলনে অংশ নেন নিহত মুজিবুর রহমানের স্ত্রী এলিজা বেগম, ছেলে শাওন খান, রাকিব খান ভাইয়ের স্ত্রী তাসলিমা বেগম।