|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||
জব্দ করা দুই কোটি মিটার কারেন্টজাল পোড়ানো হলো মুন্সীগঞ্জে। এর বাজারমূল্য প্রায় ৬০ কোটি টাকা। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোস্টগার্ডের অভিযানে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার তিনটি কারখানা থেকে এসব জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড স্টেশন নারায়ণগঞ্জের পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল জানান, মুক্তারপুর এলাকার সাওবান ফাইবার ইন্ডাষ্ট্রিজ, তন্ময় ফিসিং নেট ইন্ডাষ্ট্রিজ, ও রানামুন্সী আয়রন কারখানায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কারেন্ট জাল তৈরি করা হচ্ছিল।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইলিয়াস সিকদারের উপস্থিতিতে ধলেশ্বরীর পাড়ে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আব্দুল আলীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান প্রমুখ।