|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবেশ রক্ষা অভিযানে ৪ ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি এবং জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটাগুলো চলছিল।
বৃহস্পতিবার ২৫শে ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলার বালুরচর ইউনিয়নে অভিযান চালানো হয়।
জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এ অভিযানে অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, সিরাজদিখানে দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।
আইন অমান্য করে কৃষিজমির মাটি কাটা ও ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করা হচ্ছিল এসব ভাটায়।
১১ লাখ টাকা জরিমানা ছাড়াও এসব ভাটায় প্রস্তুত করা অনেক ইট ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে নষ্ট করেছে। অবৈধইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো:মোবারক হোসেনসহ পুলিশ,ফায়ার সার্ভিসের সদস্যরা।