মুন্সীগঞ্জের মাওয়ায় ৯ মন জাটকা ইলিশ আটক

জেলার লৌহজং উপজেলার মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে সাড়ে ৯ মণ (৩৮০ কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার ৮ই মার্চ মাওয়া পুরাতন মাছবাজার এলাকা ও পদ্মানদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||

জেলার লৌহজং উপজেলার মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে সাড়ে ৯ মণ (৩৮০ কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার ৮ই মার্চ মাওয়া পুরাতন মাছবাজার এলাকা ও পদ্মানদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

এসব জাটকার আনুমানিক দাম এক লাখ ১৫ হাজার টাকার মতো। পরে এসব মাছ উপজেলার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও দুঃস্থ পরিবারকে দেয়া হয়েছে। মাওয়া নৌপুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল কবির জানান, বিক্রির জন্য মাওয়া পুরাতন মাছ বাজার এলাকায় জাটকা মজুত করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। বাজার এলাকা ও পাশের পদ্মানদীতে রাখা ট্রলার থেকে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।

তবে জাটকা বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এসময় জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

সংবাদ সারাদিন