|| সারাবেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ ||
মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় মারা গেছেন দুই পথচারী। এদের নাম যথাক্রমে ইসমাইল হোসেন ও আবুল কালাম মোল্লা। এদের বয়স ৩৫ ও ২৬। এসময় আরো এক পথচারী আহত হয়। শুক্রবার সকালে গজারিয়ার জামালদী বাস ষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে নিহত দুইজন হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. সালাউদ্দিন জানান, কুয়াশাচ্ছন্ন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় চট্রগ্রামগামী একটি ট্রাক ওই দুই পথচারীকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এতে আহত একজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।