মীরসরাইয়ে বালু উত্তোলনের সময় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার 

মীরসরাই উপজেলায় ২নং হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী খালের মীরসরাই ও ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ইকবাল হোসেন নামে (২০) এক শ্রমিক নিখোঁ

|| মীরসরাই (চট্টগ্রাম) সংবাদাতা ||

মীরসরাই উপজেলায় ২নং হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী খালের মীরসরাই ও ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ইকবাল হোসেন নামে (২০) এক শ্রমিক নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজম নগরে হিঙ্গুলী খালের ফেনী নদীর সংযোগস্থলে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

নিহত ইকবাল মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ আলিনগর এলাকার আলাউদ্দিনের ছেলে বলে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিকে জানানো হলেও কোনও পদক্ষেপ গ্রহণ করেন নি তারা। দীর্ঘদিন যাবত বালু উত্তোলনের প্রায় দু’শত একর ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিস্তীর্ণ এলাকা নতুন করে ভাঙনের মুখে পড়েছে। ফলে দিন দিন ছোট হয়ে আসছে নদীর পাড়ের জনবসতি।

২ নং হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজম নগর এলাকায় হিঙ্গুলী খালের মুখে ফেনী নদীর মোহনা ট্রলারে কাটা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে।এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত হওয়ায় স্থানীয়রা কিছু বলার সাহস পায় না।

২০১০ সালের বালুমহল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্য কোনও উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।

মীরসরাইয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান জানান, অল্প কিছুদিনের মধ্যে অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন