মায়ের কাছ থেকে সন্তান চুরি করে খুন করায় বাবা গ্রেফতার

তদন্তের প্রয়োজনে শিশুটির পিতা সুজনখান, সুজনের ছোট ভাই রিপন খান ও ভগ্নিপতি হাসিব শেখের ডিএনএ পরীক্ষা করানো হবে। পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে শুরু থেকেই সন্দেহ করে আসছিলো পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

বাগেহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মায়ের কোল থেকে ১৭দিন বয়সী শিশু চুরি করে খুন সন্দেহে বাবা সুজন খানকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সুজন খানকে গ্রেফতার ও কিছু আলামত উদ্ধারের খবর জানান। একই সাথে তিনি বলেন, তদন্তের প্রয়োজনে শিশুটির পিতা সুজনখান, সুজনের ছোট ভাই রিপন খান ও ভগ্নিপতি হাসিব শেখের ডিএনএ পরীক্ষা করানো হবে। পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে শুরু থেকেই সন্দেহ করে আসছিলো পুলিশ।

এদিকে, বাগেরহাটের সিভিল সার্জন ডা: কে এম হুমায়ুন কবির জানান, চুরি হওয়া শিশু সানজিদা সোহানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তে আমরা দেখেছি, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি, মাথায় আঘাত করায় মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে শিশুটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের সিদ্ধান্ত হচ্ছে, মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে শিশুটি মারা গেছে।

হত্যার পর থেকে এখন পর্যন্ত স্বাভাবিক হতে পারেননি শিশুটির মা শান্তা আক্তার। সন্তান হত্যার সঙ্গে যদি নিজের স্বামীও জড়িত থাকেন, তাহলে তারও সর্বোচ্চ শাস্তি চেয়েছেন সন্তান হারা এ মা।

উল্লেখ্য,রোববার দিবগত রাত ১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের সুজন খানের শিশুকন্যাকে অজ্ঞাত দুর্বৃত্তরা বিছানা থেকে তুলে নিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখে। বুধবার সকালে ঘর সংলগ্ন পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন