|| সারাবেলা প্রতিনিধি, (রূপগঞ্জ) নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রূপগঞ্জ থানা কমিটি শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করে । বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ মানবাধিকার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি শোভা যাত্রা উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকা কার্যালয় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে তারাবো বিশ্বরোড এলাকায় শেষ হয় ।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) রূপগঞ্জ থানার সাধারণ সম্পাদক ইয়ামিন ভূঁইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রূপগঞ্জ থানার সভাপতি মোঃ আসলাম ভূঁইয়া , মামুন ভূঁইয়া , মনির হোসেন, সাইফুল ইসলাম, রেজাউল করিম , মাহবুব , আব্দুল বাতেনসহ প্রমূখ ।