|| সারাবেলা প্রতিনিধি, মাদারীপুর ||
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামে বুধবার সকালে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন মুক্তিযোদ্ধা মুন্সী মো. রেজাউল করিম বারেক। আহত হয়েছে ২ যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। ৭৫ বছর বয়সী নিহত রেজাউল করিমের বাড়ি কালকিনি পৌরসভার পূয়ালীতে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার পূয়ালীর ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মুন্সী মো. রেজাউল করিম বারেক তার ব্যক্তিগত কাজে সকালে মাদারীপুর আদালতে যান। সেখান থেকে তিনি মোটরসাইকেল করে বাড়িতে রওনা দিয়ে উপজেলার বালিগ্রাম এলাকার ধুলগ্রামে আসলে অপরদিক থেকে আসা একটি ইটবোঝাই নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুক্তিযোদ্ধা মুন্সী মো. রেজাউল করিম বারেক।
খবর পেয়ে উপজেলার ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। এবং সেখান থেকে মোটরসাইকেল ও নছিমনটি জব্দ করেন।