|| সারাবেলা প্রতিনিধি, মাদারীপুর ||
মাদারীপুরে সাড়ে ৩শ’প্রতিবন্ধী শিক্ষার্থী ও দু:স্থদের কম্বল, হুইল চেয়ার ও চাল দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের তরমুগরিয়া এলাকায় প্রতিষ্ঠিত প্রসিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এসব সহায়তা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি থেকে কম্বল, হইল চেয়ার ও চাল দেন স্থানীয় সরকার অধিদফতরের মাদারীপুরের উপ পরিচালক মো. আজহারুল ইসলাম। বিনামূল্যে এই শীতবস্ত্র পেয়ে খুশি হতদরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থী ও স্বজনরা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক তাপস ফলিয়া, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. সেলিনা আখতার জানান, ১৯৯৯ সালে প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২০১৫ সালে এটি এমপিওভুক্ত হয়। ওই সময়ে ২০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও এখন শিক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩শ’ ৫৭ জনে। প্রতিবন্ধীরা যাতে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারে সেজন্যই বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের দিক নির্দেশনায় ৩৩ জন শিক্ষক কর্মরত রয়েছেন।