মাদারীপুরে নারী সংসদ সদস্যের বিরুদ্ধে সোচ্চারন উপজেলা আওয়ামী লীগের

মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীর বিরুদ্ধে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগ এনেছে উপজেলা আওয়ামী লীগ।

|| সারাবেলা প্রতিনিধি, মাদারীপুর ||

মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীর বিরুদ্ধে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগ এনেছে উপজেলা আওয়ামী লীগ।

এই অভিযোগে সোমবার ২৮শে জুন দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিখিত অভিযোগ জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন। অভিযোগে তিনি জানান, গত ২৩শে জুন সকালে কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এম.পি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী উপস্থিত না হয়ে তিনি তাঁর ঢাকার বাসা থেকে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সভাপতি তাহমিনা সিদ্দিকী পরে তাঁর বাসায় বসে বিগত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বহিস্কৃত বিদ্রোহী পরাজিত মেয়র প্রার্থী সোহেল রানা মিঠু ও স্বতন্ত্র পরাজিত মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ হাওলাদারসহ একাধিক বিতর্কিত নেতাকর্মীদের নিয়ে সংগঠনের বাইরে গিয়ে ঘরোয়া পরিবেশে ব্যক্তিগতভাবে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এই কার্যক্রম দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল, তিনি এটা করতে পারেন কি না তা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন অভিযোগ করে আরো বলেন, অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী আওয়ামী লীগের সভাপতি হয়ে সে বিতর্কিত এবং বহিস্কৃত নেতাকর্মীদের নিয়ে একা একা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটেছে। তাঁর সঙ্গে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনও ছিল। তারা কিভাবে দলের বাহিরে গিয়ে নিজের বাসায় বসে কেক কাটেন। এ বিষয়টি আমরা জেলা আওয়ামী লীগকে জানিয়েছি।

সংবাদ সারাদিন