মাথায় আম গাছের ঢাল পড়ে দুই জন নিহত

ময়মনসিংহের ভালুকায় মরা আম গাছের ঢাল ভেঙে মাথায় পড়ে ২জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ২৫শে ফেব্রুয়ারী রাতে উপজেলার মল্লিক বাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

|| সারাবেলা প্রতিনিধি, ভালুকা(ময়মনসিংহ) ||

ময়মনসিংহের ভালুকায় মরা আম গাছের ঢাল ভেঙে মাথায় পড়ে ২জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ২৫শে ফেব্রুয়ারী রাতে উপজেলার মল্লিক বাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মল্লিকবাড়ী ইউনিয়নের গুবুদিয়া গ্রামের সূর্য মিয়ার ছেলে নাসির উদ্দীন (৩৩) ও মল্লিকবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শহিদ মিয়া ( ৩৫)। 

জানা গেছে,  ঘটনার সময় ওই বাজারে গানের অনুষ্ঠান চলছিল। এতে অনেক মানুষের সমাগম হয়। অনেকের মতো নাছির উদ্দিন ও শহিদ মিয়াও অনুষ্ঠান দেখতে আসেন। এসময় দীর্ঘদীন যাবৎ মরা একটি আম গাছের ঢাল ভেঙ্গে  তাদের উপর পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছির উদ্দীনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত অবস্থায় শহিদ মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার ওসি তদন্ত মেহেদী হাসান জানান, ‘মরা গাছ পড়ে ২জন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

সংবাদ সারাদিন