|| সারাবেলা প্রতিনিধি, মাগুরা ||
মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার ২৬শে ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই শিশুটির মা বাদী হয়ে শালিখা থানায় মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার ২৫শে ফেব্রুয়ারি সকালে এই ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, ৭ বছরের ওই মেয়েটিকে রেখে তার মা ও বাবা ঘটনার দিনে শতখালী এলাকায় ইটভাটায় কাজে যায়। এই সুযোগে হানিফ নামে ইটভাটার এক শ্রমিক খেলার ছলে তাদের মেয়েকে ধর্ষণ করে। অভিযুক্ত ইটভাটা শ্রমিক হানিফ খুলনার পাইকগাছার বেলুটি গ্রামের আরশাদ আলীর ছেলে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শিশুটিকে চিকিৎসার জন্য মাগুরার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আসামি হানিফকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি ।