|| সারাবেলা প্রতিনিধি, মাগুরা ||
মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের আড়পাড়ায় কবরস্থানের কমিটি নিয়ে একই গ্রামের দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার বেলা ১১টার দিকে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাড়া গ্রামের সাকেন মোল্যার গ্রুপ ও একই গ্রামের জাহাঙ্গীর খানের গ্রুপের মধ্যে গোরস্থানের নতুন কমিটি নিয়ে গতকাল শনিবার রাতে প্রথম দফায় হাতাহাতির ঘটনা ঘটে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রোববার ১১টার সময় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র রামদা, রড, ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নারী সহ অনন্ত ১৫ জন আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গুরুত্বর আহত অবস্থায় ইকবাল মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।