|| সারাবেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) ||
আধ্যাত্মিক সাধনার অনন্য তীর্থস্থান ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সোমবার ২১শে ডিসেম্বর বিকেলে মাইজভান্ডার দরবার শরীফে আসেন তিনি। রওজা শরীফ ঘুরে দেখার পর সেখানে শ্রদ্ধারর্ঘ জানান তিনি।
পরে স্থানীয় বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন ভারতীয় হাই কমিশনার। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সহকারি ভারতীয় হাই কমিশনার অনিন্দ ব্যানার্জি, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণ,ফটিকছড়ি থানা ওসি রবিউল হোসেন, ভুজপুর থানা ওসি শেখ আব্দুল্লাহ সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী মাইজভান্ডার দরবার শরীফের জন্য উপহার সামগ্রী তুলে দেন।