মহম্মদপুরের বাবুখালী বাজারে আগুনে পুড়লো ৪টি দোকান

পুড়ে যাওয়া দোকান গুলো হচ্ছে, নাজির দর্জির দোকান, নজরুল দর্জির দোকান, সাহাদৎ হাফেজের কাপড়ের দোকান ও সঞ্জয় স্বর্ণকারের দোকান।

|| সারাবেলা প্রতিনিধি, মাগুরা ||

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে সর্টসার্কিটে থেকে আগুন লেগে ৪টি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। পুড়ে যাওয়া দোকান গুলো হচ্ছে, নাজির দর্জির দোকান, নজরুল দর্জির দোকান, সাহাদৎ হাফেজের কাপড়ের দোকান ও সঞ্জয় স্বর্ণকারের দোকান।

এছাড়াও আরও তিনটি দোকান কাজী মুরাদের কসমেটিকসের দোকান, সুইটখানের ওষুধের দোকান, অলামিয়া কসমেটিকসের দোকানের আংশিক ক্ষতি হয়েছে।

এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সার্বিক চেষ্টা চালিয়েছেন। পরে মহম্মদপুর ফায়ার সার্ভিসের টিম  আগুন নিয়ন্ত্রণে আনে।

সংবাদ সারাদিন