|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||
মশক নিধনের দাবীতে মশারি মিছিল হয়েছে গাজীপুরে। বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এই মশারি মিছিল করা হয়। বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে এই মশারি মিছিলে নগরবাসীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
যুব অধিকার পরিষদের নেতারা জানান, শীত আসার পর থেকেই গাজীপুরে মশার উপদ্রব বাড়তে থাকে এবং এখন তা চরম পর্যায়ে চলে গেছে। শুধু রাতের বেলাতেই নয়, দিনের বেলাতেও মশার কামড় অসহ্য হয়ে ওঠে।
মহানগরের শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে এই মশারি মিছিল নগর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় তাদের সঙ্গে সাধারণ মানুষও মিছিলে যোগ দেন।
এ সময় বক্তব্য দেন- বাংলাদেশ যুব অধিকার পরিষদের ও প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আরমান হোসেন, মমিন আকন্দ, আসাদুজ্জামান নূর ও শহীদ আহমেদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- সিটি করপোরেশনের মেয়রকে নগরবাসি ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাকে কেন মশা নিধন করার কথা বলতে হবে। আমরা সাধারণ মানুষ, আমরা চাই সুস্থ ও সুন্দর পরিবেশে বাঁচতে। এটা আমাদের অধিকার। মেয়রকে নিজ উদ্যোগেই মশা নিধন কার্যক্রম নিতে হবে। একই সঙ্গে ড্রেন, নালা-নর্দমা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে।