ময়মনসিংহে মাইক্রো-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||

ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন, আব্দুল খালেক (৭০) ও শাহাব উদ্দিন (৪৫)। শাহাব উদ্দিন উপজেলার বাঁশ হাটি গ্রামের বাবর আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার ২৮শে মে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আঠারবাড়ি-চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আঠারবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক নামে বৃদ্ধের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহাব উদ্দিন (৪৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন। মুজিবুর রহমান (৩৫) নামের অপর আহতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মাইক্রোবাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সারাদিন