|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||
ময়মনসিংহের সদর উপজেলায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আব্দুল আজিজের ছেলে বাবলু মিয়া (৪২) ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার করিম মিয়ার ছেলে রিপন মিয়া (৩০)।
বুধবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, শ্যামগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি শম্ভুগঞ্জ এলাকার রশিদপুর নামক স্থানে আসতেই নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই যুবকের মৃত্যু হয়। এসময় নারী ও শিশুসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
অপরদিকে, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া বাজারের কাছে একটি বাস ও অপরদিক থেকে আসা অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।