মন্ত্রণালয়ের সম্মতি পেলেই হবে সুলতান মেলা

রোজা শুরুর আগে দশদিনের সুলতান মেলা অনুষ্ঠানের কথা হয়েছে। তবে করোনা সংকটের কারণে মেলার আনুষ্ঠানিকতা হবে কিনা, তা নির্ভর করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মতির ওপর।

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||

মন্ত্রণালয়ের সম্মতি পেলেই অনুষ্ঠিত হবে নড়াইলের সুলতান মেলা। সোমবার ১লা মার্চ মেলা অনুষ্ঠানের প্রস্তুতি সভায় একথা জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জানালেন, রোজা শুরুর আগে দশদিনের সুলতান মেলা অনুষ্ঠানের কথা হয়েছে। তবে করোনা সংকটের কারণে মেলার আনুষ্ঠানিকতা হবে কিনা, তা নির্ভর করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মতির ওপর। আগামি দুই থেকে তিনদিনের মধ্যে জানা যাবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- নতুন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ইউসুফ আলী, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, অধ্যক্ষ রওশন আলী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুসহ অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছর ১৬ই জানুয়ারি সুলতান মেলার উদ্বোধন করা হয়।

‘মাটি ও মানুষের শিল্পী’ এসএম সুলতান ১৯২৪ সালের ১০ই আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ই অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে মারা যান বরেণ্য এই শিল্পী। নড়াইলে সুলতান কমপ্লেক্স চত্বরে তাকে সমাহিত করা হয়।

সংবাদ সারাদিন