ভোলা-লক্ষ্মীপুর-বরিশাল রুটে লঞ্চ ও ফেরী বন্ধ

নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল থেকে ভোলায় বৈরী আবহাওয়ার বিরাজ করছে। নদীর প্রবল স্রোত ও ঝড়ো বাতাসের আঘাতে ডুবে গেছে ইলিশা লঞ্চঘাটের পল্টুন।

|| সারাবেলা প্রতিনিধি, ভোলা  ||

বৈরী আবহাওয়ার কারণে ভোলালক্ষ্মীপুর ভোলাবরিশাল রুটের লঞ্চ এবং ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল থেকে ভোলায় বৈরী আবহাওয়ার বিরাজ করছে। নদীর প্রবল স্রোত ও ঝড়ো বাতাসের আঘাতে ডুবে গেছে ইলিশা লঞ্চঘাটের পল্টুন।

ভোলা বিআইডব্লিটিএ’র উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় বুধবার সকাল ৮টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি ও ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে আবহাওয়া ভালো হলে ফেরি চলাচল শুরু হবে।

এদিকে উত্তাল হয়ে ওঠা মেঘনা নদীর অতি জোয়ার ফের আঘাত হানে ভোলা সদর উপজেলার সাজিকান্দি পয়েন্টের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নেতৃত্বে শতাধিক শ্রমিক গত রাত থেকে বাধঁ রক্ষায় কাজ করছে। প্রতিবারই বাধের ধসে যাওয়া অংশ মেরামত করলেও অতি জোয়ারের সময় তা ধসে মেঘনার পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে নিকটবর্তী গ্রাম।এছাড়াও মেঘনার অতি জোয়ারে জেলার অন্তত ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে ২১টি চরের বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক আব্দুল হান্নান জানান, তারা এখন বালু ভর্তি জিও টেক্সটাইল টিউব ডাম্পিং করে পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন