|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||
জেলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক দিনে শিশুসহ মারা গেছে তিন জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরোও ৫ জন। নিহতরা হলেন, দৌলতখান উপজেলার মধ্য জয় নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৬৫ বছর বয়সী কবির হোসেন, একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৮ বছরের শিশু লামিয়া এবং চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের খোদেজাবাগের দিদারুল্লাহ।
মঙ্গলবার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহি বাসের চাপায় মারা যান কবির হোসেন। প্রায় একইসময়ে উপজেলার সৈয়দপুর এলাকাতেও রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় মারা যায় ৮ বছরের লামিয়া। দুর্ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান।
অপরদিকে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুপুরের দিকে ভোলার চরফ্যাশন উপজেলার কাইমুদ্দিন মোড়ে ভোলা-চরফ্যাশন সড়কে তেলের ট্যাংকার ও ব্যাটারিচালিত বোরাকের সংঘর্ষে নিহত হয়েছে একজন। তার নাম দিদারুল্লাহ। এতে আহত হয়েছে আরও পাঁচ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।