ভোলায় সরকারী চালসহ ইউপি সদস্য আটক

|| অনলাইন প্রতিনিধি, ভোলা ||

ভোলার চরফ্যাশন উপজেলায় জেলেদের মৎস্য ভিজিএফ’র চাল নয়ছয় করায় আটক হলেন ইউনিয়ন পরিষদ সদস্য কামাল হোসেন। তিনি উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ। থানা পুলিশের সহায়তায় এই অভিযানে আরো অংশ নেন উপজেলা খাদ্য পরিদর্শক আকবর হোসেন।

অভিযানে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনুছ রাড়ির ঘর থেকে মৎস ভিজিএফ’র ৫ বস্তা চাল উদ্ধার করা হয়। একই সঙ্গে চাল চুরির অভিযোগে ইউপি সদস্য মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক ইউপি সদস্যের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন