|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||
ভোলায় করোনা ভাইরাস সংক্রমণরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারি, ব্যবসায়ী ও রিক্সাচালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকা।
বৃহষ্পতিবার দুপুরে ভোলা শহরের সদর রোডসহ বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করে ক্লাবটি।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, আলীনগর ইউপি চেয়ারম্যান বশির আহমেদ, রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকার সভাপতি খাদিজা আকতার স্বপ্না, সমন্বয়কারি মেজবাহ উদ্দিন শিপু, আবৃত্তি শিল্পী শরমিন জাহান শ্যামলী প্রমূখ।
মাস্ক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা করোনা সংত্রমণরোধে রোটারি ক্লাব অব স্কাইলাইনের এ কার্যক্রম প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতা মাথায় রেখেই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, নিজে মাস্ক পরার পাশাপাশি এ বিষয়ে অন্যকেও সচেতন করতে হবে।
এর আগে বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে মাছের পোনা বিতরন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচীসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়েছে ক্লাবটি।