|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||
জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ভূমিদস্যু মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে উঠেছে ভুক্তভোগি পরিবারগুলো। তার অপকর্মের বিচারদাবিতে মানববন্ধনও করেছেন তারা।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ জানাতে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো. নিজাম উদ্দিন, মো. ইদ্রিছ ও ইউসুফ প্রমূখ।
বক্তারা জানান, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ভূমিদস্যু মোসলেহ উদ্দিন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘাঁটি বানিয়ে অন্যের জমি দেখিয়ে জাল দলিল করে বিক্রি করেন। বিক্রির পর ক্রেতাদের জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে হয়রানি করতে থাকেন। এ বিষয়ে ভূক্তভোগীরা প্রতিবাদ করলে সে তাদের প্রাণ নাশ ও বিভিন্ন মিথ্যা মামলার হুমকি দিতে থাকে। তার এই ধরণের অপতৎপরতা থেকে মুক্তি পেতে যথাযথ প্রতিকার চান ভুক্তভোগিরা।