|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||
ভোলায় যাত্রীবাহী বাস ও বোরাকের মুখোমুখি সংর্ঘষে মো. কবির হোসেন (৩৫) নামে এক বোরাকড্রাইভার নিহত হয়েছে। নিহত কবির হোসেন ভোলা পৌরসভা ৫ নং ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার আব্দুল বারেকের ছেলে।
বুধবার ৩রা ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে ভোলা সদর উপজেলার আলী নগর বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালের দিকে কবির হোসেন ভোলা সদরের ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা থেকে ব্যাটারীচালিত বোরাকে করে মুরগীর বাচ্চা নিয়ে ভোলা বাস ষ্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় আলী নগর বিশ্বরোড এলাকায় আসলে ভোলা বাস ষ্ট্যান্ড থেকে ভেদুরিয়া লঞ্চঘাটগামী যাত্রীবাহী বাসের সাথে মূখোমূখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বোরাক ড্রাইভার কবির হোসেন নিহত হন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।