ভোলায় ট্রাক চাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||

জেলার সড়ক ও জনপথ বিভাগের বিটুমিনবাহী ট্রাকের চাপায় মারা গেছেন দুই মোটরসাইকেলআরোহী। এদের একজন ২৫ বছর বয়সী কল্প চন্দ্র দে এবং আরেকজন একই বয়সের অনিক ওরফে বাপ্পি।

শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের বাপ্তা ভোটেরঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কল্প চন্দ্র দে ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের লোকেশ চন্দ্র দে’র ছেলে ও অনিক ওরফে বাপ্পীর বাড়ি বরিশাল সদরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কল্প চন্দ্র দে ও বাপ্পী দুই বন্ধু মোটরসাইকেল করে ইলিশাঘাট থেকে ভোলা শহরের দিকে আসছিলো। এ সময় তারা ইলিশা সড়কের বাপ্তা ভোটেরঘরের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা সড়ক ও জনপথ বিভাগের বিটুমিনবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কল্প চন্দ্র ও অনিক ওরফে বাপ্পি গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। পরে বরিশাল নেওয়ার পথে স্পিডবোটে দু’জনই মারা যান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘটনাস্থল থেকে বিটুমিনবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন