|| অনলাইন প্রতিনিধি, ভোলা ||
ভোলায় দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ নতুন করে আরো ১০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। নতুন সংক্রমিতদের মধ্যে দৌলতখান উপজেলার ৯ জন ও বোরহানউদ্দিন উপজেলার ১ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৯ জনে।
বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন রতন কুমার ঢালী ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। বর্তমানে আক্রান্ত আছেন ১১৪ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ২৩ জন। দৌলতখানে আক্রান্ত ১৭জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২১ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৪, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ জন।
আক্রান্তদের নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় এ পর্যন্ত তিনজন মারা গেছেন।
এদিকে ভোলা থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৪৭১ জনের। এর মধ্যে ২ হাজার ৩২৫ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৫৯ জনের পজেটিভ আসে।