|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||
ভোলায় উৎসমুখর পরিবেশে দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার ভোট গ্রহন শুরু হয়েছে। তৃতীয় ধাপে শনিবার সকাল ৮টা থেকে দুইটি পৌরসভার ১৮টি কেন্দ্রে এক যোগে এ ভোট গ্রহন শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট দিতে প্রচন্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোরেই এসে লাইনে দাঁড়িয়েছেন। কষ্ট হলেও নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেক ভোটার।
এ দুইটি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র পাঁচ মেয়রপ্রার্থী, ১৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ৬১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীসহ মোট ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাকির হোসেন তালুকদার ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আনোয়ার হোসেন কাকন। নয়টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ প্রার্থী। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬০৬ জন। পুরুষ ৬ হাজার ৭০৮, নারী ৫ হাজার ৮৯৮ জন।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/01/20210130_081929.jpg?resize=644%2C387&ssl=1)
অন্যদিকে বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. রফিকুল ইসলাম, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মনিরুজ্জামান কবির ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুস সালাম। নয়টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ প্রার্থী। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৭১৬ জন। পুরুষ ৫ হাজার ৩৯৫ জন, নারী ৫ হাজার ৩২১ জন।
জেলা রির্টানিং কর্মকর্তা মো. আলা উদ্দিন আল মামুন জানান, শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে দুইটি পৌরসভায় চার স্তরের নিরাপত্তার জোরদার করা হয়েছে।
নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৮টি কেন্দ্রে ১৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, র্যাবের ছয়টি সেকশন, দুইটি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের টিমসহ বিপুল পরিমান পুলিশ ও স্টাইকিং ফোর্স রয়েছে।