ভোলায় বন্ধ হচ্ছে সকল ব্যবসায় প্রতিষ্ঠান

ভোলা সদর প্রতিনিধি, ভোলা:

ভোলার সকল শপিং মল, ব্যবসায় প্রতিষ্ঠান ও দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে ভোলা জেলা প্রশাসন। অাজ জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্য বিধি ও সরকার প্রদত্ত শর্ত সাপেক্ষে সীমিত আকারে দোকান-পাট ও শপিংমল সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধন্ত হয়েছিল। কিন্তু গত সাত দিনে ভোলার বিভিন্ন শপিং মল ও ব্যবসায় প্রতিষ্ঠানে সরোজমিনে পরিদর্শন করে অনেক ক্ষেত্রেই সরকার প্রদত্ত শর্ত ও মানুষের সামাজিক দূরত্ব মানা নিশ্চিত না হওয়ায় আগামীকাল ১৮ই মে সকল হতে পরবর্তী অাদেশ না দেয়া পর্যন্ত ভোলা জেলার সকল শপিংমল, ব্যবসায় প্রতিষ্ঠান ও দোকান বন্ধ থাকবে।

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার, ঔষধের দোকান ও জরুরী পরিসেবা এ নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন