ভোট চাইতে মোটরসাইকেল শোডাউন ইউপি চেয়ারম্যান প্রার্থীর

শোডাউনে ৭শ’র বেশী মোটরসাইকেল, অটোরিকশা সিএনজি ও খোলাভ্যান নিয়ে অংশ নেন তার সমর্থকরা।

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||

ভোট চাইতে বিশাল মোটরসাইকেল শোডাউন করলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থি আব্দুল মজিদ মেম্বার। শোডাউনে ৭শ’র বেশী মোটরসাইকেল, অটোরিকশা সিএনজি ও খোলাভ্যান নিয়ে অংশ নেন তার সমর্থকরা।

ষোলদাগ শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে শুরু হয় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এই শোভাযাত্রা।

বাহিরচর ইউনিয়নে অনুষ্ঠিত সর্ববৃহৎ শোডাউন হিসেবে দাবি করেন তাঁর সমর্থকরা। জনগণের ব্যাপক সমর্থনে বাহিরচর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের একটানা ৪০বছর মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল মজিদ। ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানান তিনি।

আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন বলে আশা করছেন মজিদ মেম্বার।

সংবাদ সারাদিন