ভেড়ামারা পৌরসভায় জাসদ প্রার্থী মেয়র হলেন

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের প্রার্থী আনোয়ারুল কবীর টুটুল মেয়র নির্বাচিত হয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের প্রার্থী আনোয়ারুল কবীর টুটুল মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। টুটুল মোট ভোট পেয়েছেন ৮০৩০টি। ছানা পেয়েছেন ৫৬১৩ ভোট।
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার আনন্দ মূখর পরিবেশে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়। কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোটা দেন। কঠোর নিরাপত্তা বেষ্টনি ও প্রশাসনিক তৎপরতার মধ্যে ভোটকেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল।
ভেড়ামারা পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৯হাজার ৪শত ৫জন। নির্বাচনে ৪জন মেয়র পদে, ১০জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২৮জন পুরুষ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংবাদ সারাদিন