ভেড়ামারায় ২ কেজি গাঁজাসহ কারবারি আটক

মাদক কারবারি জুয়েল চাউল রাখার টিনের মধ্যে আরেকটি পার্টিশন করে উপরের অংশে সামান্য কিছু বাদাম রেখে নিচের অংশে বস্তায় করে অভিনব পদ্ধতিতে অটো রিকশাতে করে গাঁজা নিয়ে যাচ্ছিল।

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা(কুষ্টিয়া) ||

জেলার ভেড়ামারার ভেড়ামারা-দৌলতপুর সড়কের হাওয়াখালী থেকে ২ কেজি গাঁজাসহ কারবারি জুয়েলকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। জুয়েল দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির আরব আলীর ছেলে।

শুক্রবার দুপুরে ডিবি পুলিশের এসআই লুৎফর রহমান ও এসআই জুবায়ের হোসেনের নেতৃত্বে একটি চৌকষ গোয়েন্দা দল এই অভিযান চালায়। এসআই জুবায়ের জানান, মাদক কারবারি জুয়েল চাউল রাখার টিনের মধ্যে আরেকটি পার্টিশন করে উপরের অংশে সামান্য কিছু বাদাম রেখে নিচের অংশে বস্তায় করে অভিনব পদ্ধতিতে অটো রিকশাতে করে গাঁজা নিয়ে যাচ্ছিল।

জুয়েলকে আসামী করে ভেড়ামারায় থানায় মাদক আইনে মামলা করা হয়েছে

সংবাদ সারাদিন