|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা(কুষ্টিয়া) ||
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার ভেড়ামারায় স্কুল খোলা রাখায় অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযোগ রয়েছে, করোনাভাইরাসকালীন সময়ে প্রতিষ্ঠান খোলা রেখে পড়াশুনা চালিয়ে যাওয়ার অপরাধে উপজেলার গোল্ডেন স্টার চাইল্ড হোমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
শনিবার ২৪শে এপ্রিল সকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, করোনাকালীন সময়ে বাচ্চাদের জীবন বিপন্ন করার ঝুঁকি নিয়েছে। এছাড়াও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্কুলে পড়ানো হচ্ছিল। এজন্য গোল্ডেন স্টার চাইল্ড হোমকে অর্থদ- করা হয়েছে। এবং সকলকেই সতর্ক করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।