|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা(কুষ্টিয়া) ||
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর এলাকায় বুধবার সকালে অজ্ঞাত এক যুবতীর হাত-পা বাঁধা বিবস্ত্র লাশ পাওয়া গেছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানান, চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর বটতলার জিকে খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ভেড়ামারা থানা পুলিশ গিয়ে চাঁদগ্রাম ইউনিয়নের মহিলা মেম্বার তাহেরা খাতুনের সহযোগিতায় লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে পাটিয়েছে। ঘটনাস্থলের পাশে তামাকের ক্ষেতে মধ্যে আলামত হিসেবে একটি ভ্যানিটি ব্যাগ ও জামাকাপড়সহ বেশ কিছু আলামত উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া পুলিশের ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ঘটনাস্থলে গেছেন। তিনি সংবাদ সারাবেলাকে বলেন, ১৮ বছর বয়সী অজ্ঞাত যুবতীর মরদেহ এবং কিছু আলামত পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে কি কারণে এ হত্যাকান্ড তা এখনও জানা যায় নি। মরদেহর ময়নাতদন্ত শেষ হলেই মৃত্যুর আসল ঘটনা জানা যাবে। কুষ্টিয়া ডিবি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।