ভেড়ামারায় বিনামুল্যে স্বাস্থ্যসেবা দিলো ব্যাচ’ ৯২

অনুষ্ঠানের আহবায়ক ডাক্তার শামীম ফেরদৌস জানান, এটি তাদের দ্বিতীয় ফ্রি হেলথ ক্যাম্প। প্রতিবছরই তাঁদের উদ্যোগে এ ধরণের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||

কুষ্টিয়ার ভেড়ামারার স্বেচ্ছাসেবী সংস্থা এসএসসি ব্যাচ’ ৯২’র উদ্যোগে শুক্রবার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। হেলথ ক্যাম্পে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে প্রায় ১ হাজার ২ শতাধিক রোগী দেখেন ও রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

হেলথ ক্যাম্পে ভেড়ামারার নয়ন ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়। চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট ডাক্তার সাইফুল ইসলাম, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আবেদা খাতুন শীমা, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শামীম ফেরদৌস, দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার শহিদুল ইসলাম ও অর্থপেডিক বিশেষজ্ঞ ডাক্তার আহসান হাবীব।

অনুষ্ঠানের আহবায়ক ডাক্তার শামীম ফেরদৌস জানান, এটি তাদের দ্বিতীয় ফ্রি হেলথ ক্যাম্প। প্রতিবছরই তাঁদের উদ্যোগে এ ধরণের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সারাদিন