|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা(কুষ্টিয়া) ||
কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের ফারাকপুরের ঝুড়িপাড়ায় ৬টি বাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা। রান্নাঘর থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শিরা জানান।
সরেজমিনে জানা গেছে, তাৎক্ষণিক সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ৬টি পরিবারের আধাপাকা ৪টি বাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড়, ঘরে রাখা কয়েক মণ ধান, কলাই, মশুর, খাদ্যসামগ্রী, কবুতর, মুরগী লক্ষাধিক নগদ টাকাসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এতে পরিবারগুলোর অসহায় হয়ে নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম হয়েছে। যাঁদের বাড়ি পুড়ে গেছে তাঁরা হলেন, কুরবান সর্দার, আমিরুল, চাঁদ আলী, সুমন, লাভলু, সুজন ও বাবুল।
ক্ষতিগ্রস্তদেরকে তাৎক্ষণিকভাবে হাড়ি, পাতিল, খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেন ভেড়ামারা পৌরমেয়র আনোয়ারুল কবীর টুটুল।
এসময় ভেড়ামারা উপজেলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মকলেছুর রহমান বলেন, আমরা ধারণা করছি রান্নার ঘরের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের ২টি গাড়ীর ট্যাঙ্কের পানি ফুরিয়ে যাওয়ার পরে আশেপাশে পুকুরে কোন পানি না থাকায় দূর থেকে পানি আনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কোরবান আলী বলেন, আগুন যখন আমার বাড়ীতে লাগে তখন বাড়ীতে কেউই ছিল না। ফলে বাড়ি থেকে একটি সূতা পর্যন্ত বের করতে পারি নি। এমনকি একবেলা খাওয়ার চাউল পর্যন্ত নেই সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন খোলা আকাশের নিচে রয়েছি। আমরা সরকার এবং বিত্তবানদের কাছে সহযোগিতা চাইছি।
উল্লেখ্য সবকিছু যখন পুড়ে ছাই হয়ে গেছে সেখানে কোরানশরীফ অক্ষত পাওয়া যায়।