ভেড়ামারায় উদ্ধার যুবতীর বিবস্ত্র লাশের পরিচয় মিলেছে

তিনি রাজবাড়ী জেলার সদর উপজেলার লক্ষীপুরা গ্রামের আলম মিয়ার মেয়ে আঁখি আক্তার, তার বয়স ২০। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় থাকতেন।

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা(কুষ্টিয়া) ||

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চণ্ডিপুর থেকে বুধবার উদ্ধার করা হাত-পা বাঁধা বিবস্ত্র যুবতীর লাশের পরিচয় মিলেছে। ভেড়ামারা থানার প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি রাজবাড়ী জেলার সদর উপজেলার লক্ষীপুরা গ্রামের আলম মিয়ার মেয়ে আঁখি আক্তার, তার বয়স ২০। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় থাকতেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানান, খবর পেয়ে আঁখির বাবা আলম মিয়া ভেড়ামারা থানায় আসেন এবং মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন। পরে আদালতকে বিষয়টি জানানো হয় এবং পরে বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। হত্যাকারী কারা এবং কী কারণে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

গত বুধবার সকালে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর এলাকায় গঙ্গা-কপোতাক্ষ(জিকে) খালে ভাসমান অবস্থায় ঐ যুবতীর হাত-পা বাঁধা বিবস্ত্র লাশ উদ্ধার করে থানা পুলিশ।

সংবাদ সারাদিন