ভোলায় স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে নছিমন চাপায় প্রাণ গেল যুবকের

|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাই‌কেল করে স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ন‌ছিম‌ন চাপায় মারা গেলেন ২৫ বছর বয়সী যুবক মো. সোহাগ ওরফে ভুট্টু।  এ ঘটনায় তার স্ত্রী সাথী আক্তার (২০) আহত হ‌য়ে বোরহানউ‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চিকিৎসা নিচ্ছেন। নিহত সোহাগ উপ‌জেলার টবগী ইউনিয়‌নের ৯ নম্বর ওয়া‌র্ডের মুলাইপত্তন গ্রা‌মের আবু তা‌হে‌রের ছে‌লে।
শুক্রবার সন্ধ্যা সা‌ড়ে ৭ টার দিকে বোরহানউ‌দ্দিন উপ‌জেলার মু‌চিরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

স্থানীয় জানায়, বি‌কে‌লে সোহাগ তার স্ত্রী সাথী‌কে ডাক্তার দেখা‌নোর জন্য বা‌ড়ি থেকে মোটরসাই‌কেল করে বোরহানউ‌দ্দিনে যান। ডাক্তার দে‌খি‌য়ে ফেরার প‌থে সন্ধ্যা সা‌ড়ে ৭ টার দি‌কে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মু‌চিরপুল এলাকায় আস‌লে এক‌টি দ্রুতগামী ন‌ছিমন তাদের চাপা দেয়। এ‌তে তারা দুইজনই আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে বোরহানউ‌দ্দিন হাসপাতা‌লে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহা‌গকে মৃত‌ ঘোষণা করেন। এবং তার আহত স্ত্রী সাথীকে হাসপাতা‌লে ভর্তি করা হয়।

বোরহানউ‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মো. মাজহারুল আ‌মিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের পাঠানোর প্রক্রিয়া চলছে। ন‌ছিম‌নটি‌কে জব্দ করা হয়েছে ও ড্রাইভার‌কে আট‌কের চেষ্টা চলছে।

সংবাদ সারাদিন