ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের আয়োজনে উপজেলার জামতলা মোড়ে মানববন্ধনে নাগরিক সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান, সিনিয়র সাংবাদিক রাজু মোস্তাফিজ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পদক এমদাদুল হক মন্টু প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান মাহামুদুর রহমান রোজেন দুই ক্যাবল নেটওয়ার্কের কর্মচারীকে মারধর করেন। খবর পেয়ে নেটওয়ার্কের স্বত্বাধিকারী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু সেখানে গেলে ইউপি চেয়ারম্যান রোজেন কংক্রিটের পাথর দিয়ে তার মাথায় এলোপাথারী আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হত্যা চেষ্টা মামলায় ১৪ ডিসেম্বর পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

 

সংবাদ সারাদিন