ভাষাশহীদদের স্মরণ করলো মহম্মদপুরের মানুষ

স্বতঃস্ফূর্ত ভাবে সবাই ৫২ সালের বাংলা ভাষার জন্য আত্মদানকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলার দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ।

|| সারাবেলা প্রতিনিধি, মাগুরা ||

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা পরিষদের ভেতরে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে পুষ্পার্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ।

স্বতঃস্ফূর্ত ভাবে সবাই ৫২ সালের বাংলা ভাষার জন্য আত্মদানকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলার দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ।

এ সময় মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান মহম্মদপুর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান ও মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মস্তফা সিদ্দিকী লিটনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইফুজ্জামান শিখরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রব্বানীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. গোলাম খুরশেদ শুভ্র, ৫ নম্বর বালিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মফিজুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইদুল শেখ, স্বেচ্ছাসেবক লীগের নেতা মেজবাহসহ অন্যান্য নেতৃবৃন্দু।

এ সময় আরো শ্রদ্ধাঞ্জলি জানান, মহম্মদপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাম্মৎ বেবী নাজনীন, মহম্মদপুর উপজেলা প্রশাসন, মহম্মদপুর থানা পুলিশ, মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাব মহম্মদপুর, শিল্পকলা একাডেমি মহম্মদপুর, মহম্মদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি, কলমের সৈনিক ও মহম্মদপুর বার্তা, উপজেলা  ছাত্রলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা শ্রমিক লীগ, আমিনুর রহমান কলেজসহ বিভিন্ন সহযোগী সংগঠন।

সংবাদ সারাদিন