|| সারাবেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ||
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় ভাষাশহীদদের সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে (জেএসএস এমএন লারমা সমর্থিত) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/Jss-pcp-pic-2.jpg?resize=779%2C500&ssl=1)
রোববার সকালে দিবসটি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি। পরে মধুপুর এলাকায় ঘরোয়া পরিবেশে দিবসটি উদযাপন করা হয়।
“মাতৃভাষা রক্ষার সংগ্রামে এগিয়ে আসুন” স্লোগানে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক স্ব-স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার দাবী জানিয়ে সংগঠনটির নেতাকর্মীরা ক্ষুদ্র নৃগোষ্ঠি ও জাতি সত্ত্বাগুলোর নিজ নিজ মাতৃভাষা রক্ষার দাবী জানান।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/Jss-pcp-pic-1.jpg?resize=803%2C500&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/Jss-pcp-pic-1.jpg?resize=803%2C500&ssl=1)
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/Jss-pcp-pic-1.jpg?resize=803%2C500&ssl=1)
এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক জগদীশ চাকমার সভাপতিত্বে এই আয়োজনে উপস্থিত ছিলেন, পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ কান্তি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি কাকলী খীসা, কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি জ্ঞানপ্রিয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজ্যময় চাকমা, প্রমূখ।