|| সারাবেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) ||
ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ও চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডষ্টোর উত্তর বাজারে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, ইউটার্ন নিতে গিয়ে ঢাকামুখি একটি যাত্রীবাসের চাপায় মোটরসাইকেল আরোহী হামিদ কারী (৫০) ঘটনাস্থলেই নিহত হন। পঞ্চাশ বছর বয়সী হামিদ বাশিল গ্রামের মো. হাজি নুরুল ইসলামের ছেলে।
এছাড়া মোটরসাইকেল চালক মেহেরাবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে জাকির হোসেন (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ নেওয়ার পথে মারা গেছেন। স্থানীয়রা জানায়, মোটরসাইকেলটি ভাড়ায় চালিত। কিছুদিন আগে নিহত জাকির হোসেনের বড় ভাই মোটরসাইকেল ভাড়ায় চালানোর জন্য কিনে দিয়েছিলেন।